বরিশালে ৯৬০ টন সারসহ ২টি জাহাজ জব্দ, আটক ৬

Barisal Photo-Police Seized 1500 sacks urea from two cargo vessels on Sandhya River of Barisal (1)বরিশালের উজিরপুর উপজেলা থেকে ৯৬০ টন সারসহ ২টি কার্গো জাহাজ ও ২টি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার পুরাতন শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে পুরাতন শিকারপুর এলাকায় কার্গো জাহাজ থেকে বস্তাভর্তি ইউরিয়া সার ট্রাকে করে মাদারীপুরসহ অন্যত্র পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় অবস্থিত খান সন্সের ঘাট নামে পরিচিত নদী সংলগ্ন এলাকা থেকে ২টি ট্রাক, এম টি তমাল ও তমাল-১নামে ২ টি কার্গো জাহাজসহ প্রায় সাড়ে ৯ শত টন সার জব্দ করা হয়। এ ঘটনার ৬ জনকে আটক করা হয়েছে।

তাদের দেওয়া কাগজপত্র অনুযায়ী বাংলাদেশে তৈরি এ সার শিকারপুর এলাকার একটি বাফার গোডাউনে নিয়ে আসছিল। তবে উজিরপুরে সারের কোন বাফার গোডাউন নেই। আর চালানেও কোন সারের পরিমান উল্লেখ করা ছিল না।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। সবকিছু যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি গোলাম সরোয়ার।

/এমডিপি/