দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার সরকারের কোনও বিকল্প নেই: শিল্পমন্ত্রী

ঝালকাঠীতে শিল্পমন্ত্রীশিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘পায়রা বন্দর হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ বন্দর। এ বন্দরকে ঘিরে আমাদের দেশে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে। বিদেশি বিনিয়োগ আসবে। পায়রা বন্দর স্থাপিত হলে প্রতিটি ঘরের লোকজন চাকরি পাবে। কোনও বেকার সমস্যা থাকবে না। তাই দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার সরকারের কোনও বিকল্প নেই।’

শুক্রবার দুপুরে ঝালকাঠি জেলার নলছিটির মোল্লারহাট ইউনিয়ন পরিষদ মাঠে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং প্রতিবন্ধী পরিচয়পত্র ও নতুন ভিজিডি উপকার ভোগীদের মধ্যে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ থাকে না, বিএনপি জোট সরকারের আমলে উত্তরাঞ্চলে প্রায়ই মঙ্গা দেখা দিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে উত্তরাঞ্চলে আর মঙ্গা থাকে না। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এজন্যই উন্নয়নসহ দেশকে স্বাবলম্বী করতে বারবার শেখ হাসিনা সরকার দরকার।’ঝালকাঠীতে শিল্পমন্ত্রী

মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারের সভাপতিত্বে সেখানে আরও বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর, পৌরসভার চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

এর আগে মন্ত্রী মোল্লারহাট ডিগ্রি কলেজের একটি দ্বিতল ভবনের নতুন সম্প্রসারিত কাজের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্থরের কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

এক চিকিৎসকের একাধিক চেম্বার: ভোগান্তিতে রোগীরা
নিষ্ক্রিয়দের ডাকছেন খালেদা জিয়া: বিএনপিতে নতুন হাওয়া