পিরোজপুরে দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষককে অব্যাহতি

পিরোজপুরপিরোজপুরের স্বরূপকাঠিতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষককে অব্যাহতি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার একই সঙ্গে আদালত শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব প্রধান শিক্ষককে দুই হাজার টাকা জরিমানা ও ৩৩ পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করেছেন আদালত।

শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব নির্মল চন্দ্র ঢালী জানান, ‍স্বরুপকাঠীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির আহমেদ বুধবার শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে আসে। এ সময় একটি কক্ষে পরীক্ষার্থীদের মধ্যে নৈব্যক্তিক প্রশ্ন বিতরণে অনিয়ম দেখতে পেয়ে ওই কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী তালুকদারকে ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনে অবহেলা দেখতে পেয়ে তিনটি স্কুলের ৮ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন নির্দেশ দেন। এছাড়া ৩৩ পরীক্ষার্থীর এমসিকিউ পদ্ধতির উত্তরপত্র বাতিল করেন।    

অব্যাহতি পাওয়া ৮ শিক্ষক হলেন, শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হ্যাপি রানী মণ্ডল, অসীম হালদার, পিন্টু হালদার, সিদ্ধার্থ সিকদার, অর্চনা, মো.শামসুল হক ও   দৈহারী ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.হাফিজুর রহমান ও ঠাকুর হাওলা আমতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তরুন কান্তি মণ্ডল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির আহমেদ জানান, অনিয়ম দেখতে পেয়ে কেন্দ্র সচিবকে  জরিমানা, ৮ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং ৩৩ পরীক্ষার্থীর উত্তরপত্র (এমসিকিউ পদ্ধতির) বাতিলের নির্দেশ দিয়েছি।

/এমডিপি/