পটুয়াখালীতে ফের নির্বাচনের দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

পটুয়াখালীপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন আকন। সোমবার (৬ মার্চ) দুপুরে বাহেরচর বাজারের নিজ বাস ভবনের সামনে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
এ সময় তিনি দাবি করেন, তার সাতজন কর্মী-সমর্থকদের আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন আকন বলেন, ‘সোমবার সকাল থেকে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা প্রতিবন্ধকতা থাকা সত্বেও প্রধান নির্বাচন কমিশনের আশ্বাস পেয়ে আমি বিএনপির পক্ষ থেকে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে অংশ নেই। সাধারণ মানুষের সমর্থন থাকায় আমি নির্বাচনি মাঠ থেকে উঠে আসেনি। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে দেখা যায় বহিরাগতদের ভিড়ে গোটা উপজেলা ছেয়ে গেছে। আমলীবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া সবকটি কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার ক্যাডাররা। এর আগে গত শুক্রবার মৌডুবি বাজারে নির্বাচনি প্রচারণার সময় আওয়ামী লীগের ক্যাডারদের হামলায় আমার অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। আমার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাই বর্তমান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানাচ্ছি চলমান নির্বাচন বাতিল করে পূনরায় সুষ্ঠু নির্বাচন দেওয়ার।
/এআর/