বরিশাল সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত ছয় ওয়ার্ড কাউন্সিলর বরখাস্ত

বরিশালবরিশালে নাশকতাসহ বিভিন্ন মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বরিশাল সিটি করপোরেশনের ৭, ৯, ১৮, ২৪, ২৫ ও ২৬নং বিএনপির ৬ ওয়ার্ড কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সাময়িক বরখাস্ত হওয়া ছয় কাউন্সিলর হলেন- মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক ৭নং ওয়ার্ডের সৈয়দ আকবর হোসেন, কোতোয়ালি বিএনপি নেতা ৯নং ওয়ার্ডের মো. হারুন-অর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ১৮ নং ওয়ার্ডের মীর একেএম জাহিদুল কবীর, মহানগর বিএনপি সহ সভাপতি ২৪ নং ওয়ার্ডের মো. ফিরোজ আহমেদ, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক ২৫ নং ওয়ার্ডের মো. জিয়াউদ্দিন সিকদার এবং কোতোয়ালি বিএনপি নেতা ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ।

ঢাকায় অবস্থান করা বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব (সিটি করপোরেশন শাখা-১) মো. মাহমুদুল আলম ২৭ মার্চ ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।
বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, সিটি করপোরেশন অ্যাক্ট ২০০৯ এর ১২ এর ১ উপধারায় উল্লেখ রয়েছে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা যাবে।
তারই ধারাবাহিকতায় উল্লেখিত কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা থাকায় এবং অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এই বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ জানান, সাময়িক বরখাস্তের বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন, এখনও চিঠি পাননি। এটা রাজনৈতিক হয়রানি ছাড়া ভিন্ন কিছু নয় বলে তিনি উল্লেখ করেন।

বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার বলেন, হাতে কোনও কাগজ পাইনি তবে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি। মামলাগুলো সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দায়ের করা।
/এআর/