গৃহবধূ হত্যায় ভাড়াটিয়ার যাবজ্জীবন

যাবজ্জীবনরাজধানীর খিলগাঁও এলাকার নাসিমা বেগম হত্যা মামলার আসামি মিরাজ বেপারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেয়া হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম ১৬ জনের স্বাক্ষ্য নিয়ে এ রায় দেন।

দণ্ডিত মিরাজ বেপারি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। সে মুলাদীর মধ্য নাজিরপুর এলাকার ইসমাইল বেপারির ছেলে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ফিরোজ হোসেন জানিয়েছেন, কিশোরগঞ্জের বাসিন্দা প্রবাসী হাতেম মাতুব্বরের স্ত্রী নাসিমা বেগমের লাশ ২০০৯ সালের ২৬ মে মুলাদীর জয়তী নদীর তীর থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মুলাদীর রামচর এলাকার চকিদার আব্দুল হাই বাদী হয়ে মামলা করেন।

মুলাদী থানার এসআই মো. শাহাবুদ্দিন ২০১০ সালের ১০ জুন মিরাজকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।

চার্জশিট সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের বাসিন্দা প্রবাসী হাতেম মাতুব্বরের স্ত্রী নাসিমার খিলগাঁও এলাকার বাসার ভাড়াটিয়া ছিল মিরাজ। সেই সূত্রে নাসিমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয় মিরাজ। ওই টাকা পরিশোধ না করে সে মুলাদী ফিরে আসে । পরে পাওনা টাকা দেওয়ার আশ্বাসে নাসিমাকে মুলাদী নিয়ে এসে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

/এআর/