পিরোজপুরে আগুনে ৭৫ লাখ টাকার ক্ষতি

pirojpur pic agun-1পিরোজপুরে বৃহস্পতিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ও একটি বাড়ি পুড়ে গেছে। এতে ৭০ থেকে ৭৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

পিরোজপুর দমকল বিভাগের স্টেশন অফিসার কাঞ্চন আলী মৃধা জানান, রাত ৩টার দিকে শহরের শহীদ ওমর ফারুক সড়কের পাশে থাকা মুছা মিয়ার বাড়ি ও তাদের ভাড়াটিয়ার বাণিজ্যিক প্রতিষ্ঠানে বৈদ্যুতিক গোলযোগের সৃষ্টি হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পিরোজপুর দমকল বিভাগের কর্মী ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন আয়ত্বে আনে।

মুছা মিয়ার বোন অ্যাডভোকেট ফাতেমা আক্তার লাকি জানান, অগ্নিকাণ্ডে তাদের বাড়ি ও তাদের দুই ভাড়াটিয়ার আসবাবপত্র তৈরির দোকান ও  ইলেকট্রনিক্স পণ্য বিক্রির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। 

দমকল বিভাগের স্টেশন অফিসার মো. কাঞ্চন আলী মৃধা জানান, অগ্নিকাণ্ডে ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/বিটি/