সালিশে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়ীয়ায় সালিশ বৈঠক চলাকালে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাজমুল হক খান (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়ীয়ার সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ।

নিহত নাজমুল হক খান শাপলেজা ইউনিয়নের ভাইজোরা গ্রামের আয়নাল খানের ছেলে। তিনি মঠবাড়ীয়া শহরের গয়ালীপাড়ায় বসবাস করতেন।

বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান  মো. নাসির উদ্দিন  জানান,  নাজমুল ও তার স্ত্রীর বড় ভাই শাহিনের সঙ্গে ব্যবসা করতেন। ব্যবসা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। নাজমুল ২০০৮ সালে ২৬ মার্চ রাতে শাহিনকে ডেকে নিয়ে মঠবাড়ীয়া শহরের হাসপাতালের পাশের মাঠে হত্যা করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় শাহিনের রক্তমাখা সার্টটি খুলে নিয়ে যায়।  সেই সার্ট দেখে তার স্ত্রী তাকে প্রশ্ন করেছিলেন আমার ভাইয়ের রক্ত মাখা জামা তোমার কাছে কেন?  পরে নিহত শাহিনের স্ত্রী বাদী হয়ে নাজমুলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই হত্যা মামলার ফয়সালা করার জন্য নাজমুলের শ্বশুর কাঞ্চন সরদারের সোমবার তার বাড়িতে সালিশ বৈঠক ডাকেন। ওই বৈঠকের এক পর্যায়ে নিহত শাহিনের ছোট ভাই তুহিন ও শাহিনের ছেলে হাসিব নাজমুলকে কুপিয়ে হত্যা করে। শাহিনকে হত্যা করার পর সোমবারই প্রথম নাজমুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন।

মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক আলী আহসান জানান, নাজমুলকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

মঠবাড়ীয়া থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র জানান, তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এখনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: বাগেরহাটে টানা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি