পিরোজপুরে ভুয়া ডাক্তার আটক

pirojpur vua doc222

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বুধবার দুপুরে এস কে আবুল খায়ের চৌধুরী (৫৫) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। পরে তাকে  ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হয়। আদালতের বিচারক পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দাস তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর ডিএডি আমজাদ হাসান।

আটককৃত আবুল খায়ের চৌধুরী মাগুরা জেলার শ্রীকোল গ্রামের আ. সত্তার চৌধুরীর ছেলে। তিনি মঠবাড়িয়া পৌর শহরের টিঅ্যান্ডটি রোড এলাকায় ভাড়া থাকতেন।

র‌্যাব-৮ এর ডিএডি আমজাদ হাসান জানান, সনদ না থাকায় ভুয়া ডাক্তার এস কে আবুল খায়ের চৌধুরীকে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর মাতুব্বর ডায়গোনস্টিক সেন্টার থেকে আটক করা হয়। কাগজ পত্র না দেখে ভুয়া ডাক্তার নিয়োগের অভিযোগে মাতুব্বর ডায়গোনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: বিএনপি নোংরা রাজনীতি শুরু করেছে: হানিফ