জলদস্যুদের অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর আগ্নেয়াস্ত্রের তুলনায় খেলনা: স্বরাষ্ট্রমন্ত্রী

Patuakhali Pirate Pic-01

জলদস্যুদের অস্ত্র আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর আগ্নেয়াস্ত্রের তুলনায় খেলনা মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কালাম বলেছেন,‌ ‘বনদস্যু-জলদস্যু ও ডাকাতদের হয় আত্মসমর্পণ করতে হবে, আন্যথায় তাদের জীবন দিবে। বনদস্যু ও জলদস্যুদের যারা সহায়তা করছেন তাদেরও একই অবস্থা হবে।’ র‍্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের উদ্যোগে আয়োজিত জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

শনিবার দুপুরে পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে সুন্দর বনের কুখ্যাত জলদস্যু আলীফ বাহিনী ও কবিরাজ বাহিনী আত্মসমর্পণ করে।

দস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রক্তপাত চাই না। তাই যারা এখনও আত্মসমর্পণ করেননি তারা আচিরেই আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সরকার আপনাদের পূর্ণবাসনের পদক্ষেপ নিয়েছেন।'  মৎসজীবীরা এখন নির্ভয়ে মৎস্য আরোহন করছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় র‌্যাবের মহাপরিচালক মো. বেনজীর আহমেদ এবং র‌্যাব ৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘এখন আমাদের দেশের গড় আয় প্রায় ১৫০০ ডলার। এমন একটি দেশে জলদস্যু-বনদস্যু থাকবে এটা হতে পারে না। আমরা অবশ্যই সুন্দরবনকে দস্যু মুক্ত করবো। সুন্দরবনের দক্ষিণ অঞ্চলকে দস্যু মুক্ত করে হাতিয়া ও সন্দ্বীপে অভিযান চালানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামালের কাছে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু আলীফ বাহিনীর প্রধান আলীফ ওরফে দয়ালসহ ১৯ সদস্য এবং কবিরাজ বাহিনীর প্রধান ইউনূস আলী মোল্লা ওরফে কবিরাজ ওরফে দয়ালসহ ৬ সদস্য বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারু নিয়ে আত্মসমার্পণ করেন।

 Patuakhali Pirate Pic-02

ব্যার-৮ ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  আত্মসমার্পনকারী জলদস্যু বাহিনীর সদস্যরা দেশি বিদেশি ৩১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১১০ রাউন্ড গোলাবারুদ জমা দিয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

এর আগে ছোট রাজু বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করে। যারা এখন কারাগারে আছেন। তখন তাদের প্রত্যেককের পরিবারকে ২০ হাজার টাকা ও বস্ত্র বিতরণ করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: ঝিনাইদহে হুজির সামরিক শাখার প্রধান আটক