বরিশালে খাদ্য গুদামের চাল পাচারের সময় কর্মকর্তাসহ আটক ৪

বরিশালের খাদ্য গুদাম থেকে ২০টন চাল খুলনায় পাচারকালে এক কর্মকর্তাসহ ৩ নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব-৮। সোমবারের এ ঘটনায় আটকরা হলো- সহকারী খাদ্য পরিদর্শক আব্দুর রহিম, নিরাপত্তা প্রহরী আরিফুল ইসলাম, করিম খান, শাহাবুদ্দিন। পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মশিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।

র‌্যাব হেফাজতে আটকরা, পাশে জব্দ করা চালর‌্যাব-৮ উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, নগরের বান্দ রোডে অবস্থিত সরকারি খাদ্য গুদাম থেকে ২০ টন চাল খুলনার ফুলতলায় পাচার হচ্ছে, এমন সংবাদ পেয়ে র‌্যাব-৮ এর ডিএডি আমজাদ হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে এসে যশোর ট-১১-২৯৭৬ ট্রাক ভর্তি ৫০ কেজি করে ৩৯৪ বস্তা চাল জব্দ করা হয়।

জব্দ করা চালের কোনও বৈধ কাগজপত্র নেই বলে স্বীকার করেছেন আটক কর্মকর্তা উপ সহকারী খাদ্য পরিদর্শক আবদুর রহিম। ট্রাক ড্রাইভার জানান, এই চাল বরিশাল থেকে খুলনার ফুলবাড়ি এলাকায় যাচ্ছিল। এদিকে ঘটনার পর থেকেই গোডাউন ইনচার্জ আবদুল্লা আল মামুন পলাতক রয়েছে।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, ‘সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাকে বলেছেন এই চাল সরকারি বাহিনীর রেশন দেয়ার জন্য ডেলিভারি হওয়ার কথা। এটা সঠিক কিনা তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখা হচ্ছে। যদি অবৈধ হয়ে থাকে তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমও/