ঘূর্ণিঝড় ‘মোরা’: বরগুনায় প্রশাসনের ছুটি বাতিল

বরগুনাবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতিসহ প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

বরগুনা জেলা প্রশাসক ড. ম. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একইসঙ্গে জেলার অন্য ৫টি উপজেলায়ও ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় জরুরি সভা করা হয়েছে।

উল্লেখ্য, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘মোরা’-এ পরিণত হয়েছে। এ জন্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সব মাছ ধরার ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- 

ঘূর্ণিঝড় ‘মোরা’: চট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত
সাফাতসহ ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ জুন