ভোলায় ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় ৭টি কন্ট্রোল রুম খোলা হয়েছে

ঘূর্ণিঝড় মোরা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় ভোলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোলায় ৫ নাম্বার সতর্ক সংকেত দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ৭টি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন। 

জেলার চরাঞ্চলের মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সোমবার দুপুর থেকে রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা মাইকিং করছে। এছাড়াও উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক করতে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে।

এছাড়া আশ্রয় কেন্দ্রে সরবরাহের জন্য শুকনো খাবার রেখেছে জেলা প্রশাসন। এছাড়া হাসপাতালগুলোকে অম্বুলেন্স ও ওষুধ প্রস্তুত রাখাতে বলা হয়েছে। ছোট ছোট নৌযানগুলোকে  নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিএ ভোলার কর্মকর্তা মো. নাসিম জানিয়েছেন, সোমবার বেলা ১২টার পর থেকে ভোলা থেকে সব রুটে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: মামলা প্রত্যাহারে জাবি উপাচার্যকে ৫ দিনের আল্টিমেটাম