বরিশাল থেকে সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক

বরিশালআবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ সব রুটে নৌযান ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টা থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার (১২ জুন) রাত ৮টা থেকে বরিশাল নদী বন্দর থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বরিশাল বিআইডাব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক আজমল হুদা সরকার মিঠু এ কথা জানিয়েছেন।
তিনি জানান, আবহাওয়ার উন্নতি ঘটায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বরিশাল থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরু হয়। সবকিছু ঠিক থাকলে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রার জন্য অপেক্ষমান লঞ্চগুলোও যাত্রী নিয়ে রাতে রওনা দেবে।
অন্যদিকে সুন্দরবন নেভিগেশনের বরিশাল অফিস ইনচার্জ জাকির হোসেন জানান, সোমবারে একদিন লঞ্চ চলাচল বাতিল হওয়ায় ও নতুন কোনও লঞ্চ যুক্ত না-হওয়ায় মঙ্গলবার বরিশাল-ঢাকা রুটের লঞ্চগুলোতে তীব্র কেবিন আসন সংকট ও যাত্রীদের ভিড় দেখা দিয়েছে।
/এআর/