শোক সইতে পারলেন না ক্যাপ্টেন তানভীরের দাদা

দাদার সঙ্গে ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত (ছবি: পটুয়াখালী প্রতিনিধি)রাঙামাটিতে পাহাড় ধসের পর উদ্ধার কাজ চালাতে গিয়ে মাটিচাপা পড়ে প্রাণ হারানো সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভীর সালাম শান্তর দাদা আজিজ মোল্লা (৮৩) মারা গেছেন। নাতির মৃত্যুর শোক তিনি সইতে পারেননি বলে  জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার (১৬ জুন) সকালে জানাজার পর বাড়ির পাশে তার দাফন সম্পন্ন হয়।

মঙ্গলবার (১৩ জুন) রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসের মাটি সরাতে গিয়ে দুই কর্মকর্তাসহ পাঁচ সেনাসদস্য নিহত হন। ক্যাপ্টেন তানভীরও নিহত সেনা কর্মকর্তার একজন। তানভীর পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরী ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামের মোল্লা বাড়ির মো. ছালাম মোল্লার একমাত্র ছেলে।

তানভীরের চাচি ঝর্ণা বেগম জানান, নাতির মৃত্যুর খবর পাওয়ার পরপরই শোকে নির্বাক হয়ে পড়েন দাদা আজিজ মোল্লা। কারও সঙ্গে তেমন কোনও কথাই বলছিলেন না। শুধু দুচোখ দিয়ে পানি পড়ছিল। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৯টার দিকে তিনি মারা যান।

তানভীরের চাচা আবদুর রব রাকিব জানান,  শুক্রবার সকাল ৮টার দিকে সিংহেরকাঠি গ্রামে তার বাড়ি সংলগ্ন মসজিদে জানাজার পর তার বাববে দাফন করা হয়।

ক্যাপ্টেন তানভীরের জন্ম ১৯৯০ সালে। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ২০০৯ সালে তিনি যোগ দেন। ৬৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কের্সের মাধ্যমে কমিশন লাভ করেন তিনি। ২০১৬ সালে ২ সেপ্টেম্বর জয়পুরহাটের নাজিয়া সুলতানার সঙ্গে তানভীরের বিয়ে হয়। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে তানভীর ও মানিকছড়িতে নিহত অপর কর্মকর্তা মেজর মোহাম্মদ মাহফুজুল হককে সমাহিত করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- 

রাঙামাটিতে উদ্ধারকাজ এখনও কঠিন!