চরফ্যাশনে ২০টি দোকান আগুনে পুড়ে ছাই

 

ভোলার চরফ্যাশন উপজেলা সদর বাজারে আগুন (ছবি- ভোলা প্রতিনিধি) ২০টি দোকান পুড়ে গেছে। শনিবার ভোর রাতে বাজারের শরিফপাড়া ব্রিজ থেকে থানা রোডের পাবলিক টয়লেট পর্যন্ত দোকানগুলো পুড়ে গেছে। চরফ্যাশন ও লালমোহন দমকল বাহিনীর দুইটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, অগ্নিকাণ্ডে বাজারের মুদি- মনোহরী, ফলের  দোকান,  মোবাইল সার্ভিসিং, ফার্মেসি,  সেলুন, হার্ডওয়ার  দোকান ও ইলেক্ট্রনিক দোকানসহ ২০টি দোকান পুড়ে ছাই হয়েছে।

চরফ্যাশন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মনিরউদ্দিন চাষি জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। 

চরফ্যাশন ফায়ার সার্ভিস  স্টেশনের স্টেশন অফিসার আবদুর রশিদ জানান, চরফ্যাশন ও লালমোহেনের ২টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার বিষয়টি বৈদ্যুতিক সর্ট সার্কিট না নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপন করা হচ্ছে।  

/জেবি/

আরও পড়তে পারেন: নীলফামারী-ঢাকা আন্তঃনগর ট্রেনে ছাপানো টিকিট না থাকায় যাত্রীরা বিড়ম্বনায়