মেহেন্দিগঞ্জে সাত ইউপিতে বিএনপির ভোট বর্জন

মেহেন্দিগঞ্জে সাত ইউপিতে বিএনপির ভোট বর্জন (ছবি: বরিশাল প্রতিনিধি)বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এ খবর জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, ‘বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় এবং ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা মার্কার পক্ষে সিল মারে আওয়ামী লীগ নেতাকর্মীরা। যে কারণে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থীরা।’

মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রহমান, লতা ইউনিয়নে বিএনপির নাজমুল হক তিনু, জয়নগর ইউনিয়নে বিএনপির দুলাল বেপারী, চরএককরিয়া ইউনিয়নে বিএনপির কামাল উদ্দিন আহম্মেদ, গোবিন্দপুর ইউনিয়নে বিএনপির আব্দুল মোতালেব দেওয়ান, আলিমাবাদ ইউনিয়নে বিএনপির মাইনুদ্দিন মৃধা, শ্রীপুর ইউনিয়নে বিএনপির কাজী সাখাওয়াত হোসেন রুবেলও একই অভিযোগে নির্বাচন বর্জন করার সত্যতা স্বীকার করেছেন।

এব্যাপারে জেলা আওয়ামী লীগ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি বলেছেন, ‘ সুষ্ঠ, সুন্দর, অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি এসব অভিযোগ ছড়িয়ে নির্বাচন হতে সরে দাঁড়ানোর পথ খুঁজছে।’

ভারপ্রাপ্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান বলেছেন, ‘এব্যাপারে কোনও অভিযোগ পাইনি। নির্বাচন বিধি অনুযায়ী বর্জনের কোনও বিধি নেই। অভিযোগ থাকলে সংশ্লিষ্ট আদালতে পেশ করা যাবে।’

/এফএস/ 

আরও পড়ুন- ভোটার তালিকা হালনাগাদের কাজ নিবিড় পর্যবেক্ষণে রাখতে সারাদেশে চিঠি দিয়েছে আ.লীগ