লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ভারি বর্ষণ

 

Patuakhali-Pic-01বঙ্গোপসাগরে সৃস্ট লঘুচাপের কারণে পায়রা সমুদ্র বন্দর এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। বৈরি আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীতে দু’দিন ধরে দফায় দফায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃস্টিপাত চলছে। এতে জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে পড়েছে। সাগর উত্তাল থাকায় জোয়ারের সময় ৩/৪ ফুট উঁচু সাগরের ঢেউ তীরে আছড়ে পড়ছে।

কুয়াকাটা-আলীপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা জানান, সাগরে ৩ নম্বর সংকেত জারি করায় সমিতির পক্ষ থেকে সাগরে মাছ ধরারত ট্রলার মালিক ও জেলেদের মোবাইলের পাশাপাশি মাইকিং করে কতর্ক করে দেওয়া হয়েছে। বেশিরভাগ মাছ ধরারত ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলাপাড়া আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৮৭ মি.লি. মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত ২০ মিলি মিটার বৃস্টিপাত রেকর্ড করেছে কলাপাড়া রাডার স্টেশন।

/এআর/