বরিশালের নতুন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান

 

বরিশালের নতুন ডিসি (ছবি-বরিশাল প্রতিনিধি)

বরিশালের নতুন জেলা প্রশাসক হিসাবে সমাজকল্যাণ মন্ত্রণালয় মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব পদমর্যাদার) মো. হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানকে সোমবার প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তিনি বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমানের হেনস্তা ও হয়রানি প্রতিরোধে সময় উপযোগী ও কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় তাকে বদলি করা হয়েছে। বিদায়ী এবং নতুন উভয় জেলা প্রশাসকই জামালপুর জেলার লোক বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন এবং বিভাগীয় কমিশনার শহিদুজ্জামানের দফতর সূত্রে বলা হয়েছে তারা এ কথা শুনেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কাছে কোনও অফিশিয়াল আদেশ আসেনি।

জানা গেছে মন্ত্রী পরিষদ বিভাগ (কেবিনেট ডিভিশন) সোমবার দুপুরে এই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

এ নিয়ে বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান বলেন, ‘তিনি টেলিভিশনের স্ক্রলে বিষয়টি দেখেছেন। তবে এখন পর্যন্ত বরিশাল ও বরগুনা জেলা প্রশাসকের প্রত্যাহারজনিত কোনও চিঠি বা ফ্যাক্স বার্তা তারা পাননি।

বরিশালের বিদায়ী জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান গত ৩০ মে ২০১৫ সালে টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে বদলি হয়ে বরিশালে আসেন। গত মে মাসে তার বরিশালে আসার দুই বছর পূর্ণ হয়।

এই দুই বছরে তিনি ২২টি খাল পুনরুদ্ধার ও ফুল সরণি তৈরির কাজসহ বেশকিছু পরিবেশ বিষয়ক কাজ করেন। গত জুন মাসে তিনি প্রধানমন্ত্রীর পরিবেশ পদকও পান। তবে ইউএনও গাজী তারিক সালমানের হেনস্তা ও হয়রানির ঘটনায় তিনি সমালোচিত হন।

গত ২৩ এপ্রিল তিনি ইউএনও তারেক সালমানকে কার্ডে শিশুর আকা বঙ্গবন্ধুর ছবি ছাপার কারণ জানতে চেয়ে কারণ-দর্শাও নোটিশ দেন ও নোটিশের জবাব বিভাগীয় কমিশনারের কাছে পাঠান।

তৎকালিন বিভাগীয় কমিশনার জনাব মো. গাউস (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে ওএসডি) সে জবাব সন্তোষজনক নয় মর্মে অভিমত ব্যক্ত করে ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান। এই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি করে।

/জেবি/

আরও পড়তে পারেন: টানা বৃষ্টিতে ডুবে গেছে খুলনার রাস্তাঘাট