বরগুনায় নদীর পানি বিপদসীমার ৪০ সে.মি. ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

ফাইল ফটোকয়েক দিনের ভারি বর্ষণের কারণে বরগুনার প্রধান তিনটি নদীর পানি বিপদসীমার ৪০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এর কারণে বেড়িবাঁধের বাইরে ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় বরগুনায় ৮৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার বরগুনার প্রধান তিনটি নদী বুড়িশ্বর, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বিপদসীমার ৪০ সে.মি. ওপর দিয়ে প্রবহিত হচ্ছে। 


খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টি ও অমাবশ্যার জোয়ারের পানিতে তলিয়ে গেছে বেতাগী উপজেলার আলিয়াবাদ, ঝোপখালী, ভোলানাথপুর, জগাইখালী, কালিকাবাড়ী, গাবতলী, জোয়ার করুনা, গ্রেমর্দন, তালতলীর খোটটার চর, নলবুনিয়ার চর, আশার চর, তেতুলবাড়ীয়া, আমতলী উপজেলার বালিয়াতলী ও আড়পাঙ্গাশিয়াসহ অন্তত ২০টি গ্রাম। নষ্ট হয়েছে ফসলি জমির বীজতলা, তলিয়ে গেছে মাছের ঘের।










/এআর/