ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ, রাজাপুরে পানিবন্দি লোকজন

ভরাট করা খালের একটি

ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মজিবর মৃধার বিরুদ্ধে দুটি খাল ভরাটের অভিযোগ উঠেছে। উপজেলার সদরের বাজারের উত্তর পাশের খাল ভরাট এবং রাজাপুর ডিগ্রি কলেজ রোডের মন্দির এলাকার ভারানী খাল বালু ফেলে পুরোপুরি ভরাট করে প্লট করেছেন বলে জানা গেছে। দুটি খাল ভরাট হয়ে যাওয়ায় এলাকার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক,মুসা হোসেন ও মনিরুজ্জামানসহ অনেকের অভিযোগ,কলেজ রোডের  শ্রীশ্রী কালিমন্দির এলাকার পরিত্যক্ত একটি ডোবার ১৫ শতাংশ জমি কেনেন চেয়ারম্যান মজিবর মৃধা। ওই জমির পূর্বপাশে খাল ছিল। ডোবার জমি ভরাটের সময় খালটিও ভরাট করে প্লট তৈরি করেন। ওই সময় স্থানীয়রা খাল ভরাটের প্রতিবাদ করলে তিনি তাদের ওপর চড়াও হন।  

সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদার বলেন, ‘এলাকার মানুষ যাতে পানিবন্দি না হয় সেজন্য ২০১৪ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে বালু দিয়ে ভরাট করা ওই স্থানের রাস্তা কেটে একটি বক্স ড্রেন নির্মাণ করে দিয়েছিলাম। জমি দিতে কেউ রাজি না হওয়ায় খালের জমি কেটে ড্রেন নির্মাণ করি। তবে খালের জমি সরিকারি নাকি ব্যক্তি মালিকানাধীন সেটা কাগজ না দেখে বলা যাবে না। ওই জায়গা বালু দিয়ে ভরাট করায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বৃষ্টির সময় পুরো এলাকা পানিতে ডুবে ময়লা আবর্জনায় একাকার হয়ে যায়।’

দখল করা খালের একটি

রাজাপুর সদরের বাজারের উত্তর পাশে জাঙ্গালিয়া নদীর শাখা খালটির বেশ কিছু অংশ ভরাট করে দখল ইউপি চেয়ারম্যান মজিবর। এতে খালটি সরু হয়ে গেছে। এর আগে সাবেক আইনপ্রতিমন্ত্রী শাহজাহান ওমরের একটি জমি দখলে নিতে গিয়ে সমালোচনায় পড়েন সদর ইউপি চেয়ারম্যান মজিবর। নতুন করে খাল দখলের ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা চললেও এখন পর্যন্ত  প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও।

ইউএনও আফরোজা বেগম পারুল বলেন, বাজার এলাকার খাল দখলের স্থান পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে দখলমুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

দখলমুক্ত করার কাজ চলছে বলা হলেও ২৩ জুলাই সরেজমিনে গিয়ে দেখা গেছে,দখল করতে যেসব সামগ্রী ব্যবহার করা হয়েছে তা সবই সেখানে রয়েছে। সেখানে পাকা স্থাপনা করার পরিকল্পনাও চলছে বলে স্থানীয়রা জানান।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মজিবর মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। জানা গেছে,শারিরীক চিকিৎসার জন্য তিনি ভারতে রয়েছে।

 /এসটি/