বাউফলে দুই জেলের এক বছরের কারাদণ্ড

 ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও সাত কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সোমবার সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, ফারুক গাজী (২৫) ও আল আমীন (২৪)। তাদের বাড়ি উপজেলার মমিনপুর গ্রামে।

 বাউফল মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে দুই জেলেকে  এক বছর করে  কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেন: পুলিশের মারধরে ব্যবসায়ী নিহত, গুলিবিদ্ধ ৪: সাময়িক বরখাস্ত ৪ কনস্টেবল