মনপুরায় বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত, নিখোঁজ ৩

১,২,৩, মনপুরায় নিন্মচাপের প্রভাবে নবনির্মিত বেড়িবাঁধ ভেঙে ছয়টি এলাকা প্লাবিত

নিম্নচাপের কারণে ও মেঘনার জোয়ারের পানির তোড়ে ভোলার মনপুরা উপজেলার প্রায় আধা কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এসময় জোয়ারের পানির তীব্র স্রোতে একটি ঘরসহ তিন জন ভেসে গেছে। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের পূর্বপাশে ফকির দোন এলাকায় এ ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার। 

জোয়ারের পানিতে নিখোঁজ তিন জন হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের পূর্বপাশে ফকির দোন এলাকার ইলিয়াস, রুহুল আমিন ও  রাহাত।

এছাড়া প্লাবিত গ্রামগুলো হলো, উপকূলে পূর্ব সোনারচর গ্রাম, নাইবের হাট পশ্চিম সোনারচর, চরজ্ঞান ও মনপুরা ইউনিয়নের পূর্ব কুলাগাজীর তালুক, কলাতলীচর এবং ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরনিজাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। 

১,২,৩, মনপুরায় নিন্মচাপের প্রভাবে নবনির্মিত বেড়িবাঁধ ভেঙে ছয়টি এলাকা প্লাবিত

এ ব্যাপারে হাজির হাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক জানান, নতুন বেড়ি বেড়িবাঁধটি চারটি পয়েন্টে ভেঙে ইউনিয়নের কয়েকটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।  মানুষ খুব কষ্টে আছে। দ্রুত বেড়িবাধঁটি সংস্কারের দাবি জানাচ্ছি। এছাড়াও একটি ঘর ভেঙে তিন জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের জন্য স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত  কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্লাবিত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

পানি উন্নয়ন বোর্ড মনপুরার উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন, ‘নতুন বেড়িবাধঁটি ভেঙে যাওয়ার খবর পেয়েছি। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত বেড়িবাঁধটি সংস্কার করা হবে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার  বলেন, ‘নতুন নির্মিত বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্লাবিত এলাকার মানুষের খোঁজখবর নিয়েছি। নিখোঁজ তিনজনকে উদ্ধারের জন্য ট্রলার পাঠিয়েছি। এখনও নিখোঁজদের কোনও সন্ধান পাওয়া যায়নি। আমি বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেছি।’

অন্যদিকে, জোয়ারের পানিতে মনপুরার পাঁচ  হাজার একর আমন ধানের ক্ষেত প্লাবিত হয়েছে। দিনভর ভারী বর্ষণ ও প্রবল বাতাসের কারণে  ৪২টি  স্কুলের চুড়ান্ত মডেল টেস্ট পরীক্ষাসহ ১৬টি  হাই স্কুল ও মাদ্রাসার সমাপনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। নদীপথে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মনপুরা উপকূলবাসীর যোগাযোগ ব্যাবস্থা।

 আরও পড়তে পারেন: বিএনপি পাকিস্তানের পোষা তোতাপাখি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী