পটুয়াখালীতে ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের

শীতের লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পটুয়াখালীর কারিগর ও ব্যবসায়ীরা। গত বুধবার থেকে বৃষ্টি হওয়ার পর শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লেপ-তোশক বিক্রি। ফলে ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন কারিগর ও লেপ-তোশক ব্যবসায়ীরা।

লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররাশহরের বিভিন্নস্থান ঘুরে দেখা গেছে, লেপ-তোশক কারিগরদের ব্যস্ততা দিন দিন বেড়েই চলছে। নতুন বাজার, পুরান বাজার, চকবাজার, সবুজবাগ মোড়, নিউমার্কেট, পুরাতন বাসস্ট্যান্ড, হেতালিয়া বাঁধঘাট, লাউকাঠি, থানাপাড়া, শিয়ালী ও কাশিপুরের দোকানগুলোতে দিনরাত চলছে লেপ-তোশকের অর্ডার নেওয়া, তৈরি আর সরবরাহের কাজ। বর্তমানে একটি লেপ বানাতে খরচ হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররানতুন বাজারের মেসার্স খান বেডিংয়ের মালিক মো. বাবুল হোসেন জানান, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লেপ-তোশক বিক্রি বেড়ে গেছে। তুলাসহ আনুসঙ্গিক জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, তাই গতবারের তুলনায় এবার কিছুটা দামও বৃদ্ধি পেয়েছে। গত বছরে ১ কেজি শিমুল তুলার দাম ছিল ৩৫০ টাকা এবার সেই তুলার দাম ৪৫০ টাকা। পলি তুলার দাম ছিল গত বছর ১২০ টাকা আর এবার ১৫০ টাকা।

লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা নিউ মার্কেটের লেপ-তোশকের কারিগর আলমগীর হেসেন বলেন, ‘শীত এলেই কাজের চাপ বেশি পরে তাই এখন আমাদের দম ফেলার ফুসরত নেই। নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত কাজ করতে হয়।’ একটি লেপ তৈরি করলে ২০০-৩০০ টাকা লাভ হয় বলেও জানান তিনি।