মসজিদের প্রবেশ পথে বেড়া, ২-৩ ফুটের দূরত্ব এখন ৯০০ ফুট

মসজিদের প্রবেশ পথে টিনের বেড়াঝালকাঠির নলছিটির কাচারীবাড়ি এলাকার ভূমি অফিস সংলগ্ন জামে মসজিদের প্রবেশ পথে টিনের বেড়া দিয়েছেন সড়ক বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী সোহরাব। এতে ২-৩ ফুট দূরত্বে থাকা মসজিদে যেতে হচ্ছে ৯০০ ফুট এলাকা ঘুরে। এতে মুসুল্লিদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মসজিদের প্রবেশ পথে ভূমি অফিসের সীমানা প্রাচীর। সেই প্রাচীর থেকে মসজিদের দূরত্ব ছিল ২/৩ ফুট। তবে সোহরাব নিজের ক্ষমতাবলে সেখানে টিনের বেড়া দিয়ে দেন। ফলে মুসল্লিদের প্রায় ৯০০ ফুট দূরত্ব পাড়ি দিয়ে মসজিদে যেতে হচ্ছে।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম জানান,বিষয়টি তিনি সরেজমিন এসে খতিয়ে দেখবেন। সড়ক বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, তিনি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে দেয়াল তোলার কথা স্বীকার করেছেন সোহরাব। তিনি বলেন, সড়ক বিভাগের জমিতেও তিনি টিনের বেড়া দিয়েছেন।