প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার, জামিনে মুক্ত

 

বরগুনাপ্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার সদর উপজেলার আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সরোয়ার ননীকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল ১০টায় তাকে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক এ এইচ এম মাহমুদুর রহমান তাকে জামিন প্রদান করেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান এ তথ্য জানান।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) রাতে প্রধান শিক্ষক গোলাম সরোয়ার ননীকে তার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আটক করা হয়।  

ওসি এস এম মাসুদুজ্জামান বলেন, ‘প্রাথমিক বিদ্যলয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়ে গোলাম সরোয়ার ননীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রশ্ন ফাঁসের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয়। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।’