বরিশালে ফেনসিডিলসহ আটক ২

ফেনসিডিলস আটক গাড়ি চালক

বরিশালে শনিবার সকাল ও শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়েছে। শনিবার সকালে সাইদুল ইসলাম জুয়েল নামে এক আইনজীবীকে ফেনিসিডিলসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের এজিপি (সহকারী সরকারি আইনজীবী)। অন্যদিকে শুক্রবার রাতে বরিশাল-পটুয়াখালী সড়ক থেকে আকিজ গ্রুপের একটি কাভার্ড ভ্যান থেকে ৮৩৭ বোতল ফেনসিডিলসহ চালকে আটক করেছে র‌্যাব।

আইনজীবীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আওলাদ হোসেন জানান, শনিবার সকালে কোতোয়ালি থানার এসআই সাইদুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নগরীর নাজির মহলে আইনজীবী সাইদুলের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে শুক্রবার রাতে র‌্যাব-৮ সদস্যরা বরিশাল-পটুয়াখালী সড়কের নলছিটির দপদপিয়া জিরোপয়েন্ট এলাকা থেকে আকিজ গ্রুপের একটি কাভার্ড ভ্যান (রেজি: নং ঢাকা মেট্রো ট-১৪- ৯৩১৩) থেকে ৮৩৭ বোতল ফেন্সিডিলসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।

র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানান, আটক  মো. রাসেল (২১) যশোর বেনাপোল পোর্ট থানার অর্ন্তভুক্ত গাতিপাড়ার বাসিন্দা। সে একজন মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে সে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবারাহ করে থাকে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক রাসেলের বিরুদ্ধে শনিবার নলছিটি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে, তাকে জেলে পাঠানো  হয়েছে।

আরও পড়ুন: শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১