আগৈলঝাড়ায় আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত

 বরিশাল

বরিশালের আগৈলঝাড়ায় আসামি ধরতে গিয়ে এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) দুই পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেলুহার নামক এলাকায় এ ঘটনা ঘটে। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত)আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন,‘আগৈলঝাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ ও পুলিশ কনেস্টাবল সোহাগ।’

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত)আবুল খায়ের জানান, এএসআই জাহিদ মঙ্গলবার রাতে চুরি, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার আসামি সুজন ভুইয়াকে গ্রেফতার করতে গেলে সে চিৎকার দিয়ে লোক জড়ো করে। এরপর সুজন ও তার সঙ্গীরা পুলিশ সদস্যদের রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে  এবং থানায় খবর দেয়।

তিনি আরও জানান,‘সুজনকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে এবং এ হামলার বিষয়ে তার বিরুদ্ধে আরও  মামল করা হবে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় আবারও ইউপিডিএফ কর্মী নিহত