বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

বকেয়া বেতনের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। রবিবার কর্মবিরতির সপ্তমদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত দাফতরিক সব কাজ বন্ধ রেখে নগর ভবনের দোতলায় মেয়রের কক্ষের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।

কর্মবিরতিতে কর্মকর্তা-কর্মচারীরাআন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের নেতা দীপক লাল মৃধা জানান, বিসিসিতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ২ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা সব শেষ জানুয়ারি মাসে গত বছরের আগস্ট মাসের বেতন পেয়েছেন। সে হিসেবে এখন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের ৫ মাসের বেতন বকেয়া।

অপরদিকে, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ৪ মাসের বেতন বকেয়া হয়েছে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের ২২ মাসের অর্থ বরাদ্দ হয়ে ব্যাংকে যায়নি। এ অবস্থায় বেতন বকেয়া পড়ায় কর্মকর্তা-কর্মচারীদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলেও জানান তিনি।

তাই বকেয়া বেতন এবং কমপক্ষে ১০ মাসের প্রভিডেন্ট ফান্ডের অর্থ বরাদ্দ পাওয়ার দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক কাজ বন্ধ রেখে নগর ভবনে অবস্থান নিয়েছেন। আন্দোলন চলাকালে মেয়র নগর ভবনে আসেননি।