পটুয়াখালীতে বাস ধর্মঘটের দ্বিতীয় দিনে ভোগান্তিতে যাত্রীরা

busপটুয়াখালীতে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল থেকে বিআরটিসি ও ঢাকাসহ দূরপাল্লার পরিবহন ছাড়া অন্য কোনও বাস চলাচল করতে দেখা যায়নি। এদিকে বাস চলাচল না করায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা।
পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু বলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুখালীতে বাস থামিয়ে যাত্রী নামিয়ে দেওয়া এবং বাসে চাঁদাবাজি করায় ধর্মঘট চলছে। বরিশালে বিভাগীয় কমিশনার আলোচনার জন্য আমাদের ডেকেছে। তাই আমরা সেখানে যাচ্ছি।
সড়ক পরিবহন আইন ও মটরযান অধ্যাদেশ রুট পার্মিটের শর্ত ভঙ্গ করে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুখালী নামক স্থানে কিছু সন্ত্রাসী চাঁদাবাজি করে বাস চলাচলে বিঘ্ন ঘটানো ও যাত্রী হয়রানির প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী-বরগুনা ও ঝালকাঠির ১৬টি রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পটুয়াখালী-বরিশাল-ঝালকাঠী-বরগুনার বাস-মিনিবাস মালিক সমিতি সমন্বয় পরিষদ। বুধবার (১৪ মার্চ) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।