ইলিশ ধরায় ভোলায় ২৮ জনের জেল-জরিমানা

ভোলানিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলায় ২৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় চারটি ট্রলার ও পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ১৭ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১১ জনকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ মার্চ) দুপুরে ভোলার  দৌলতখান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামাল হোসেন এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জেলারা ভোলা সদর ও দৌলতখান উপজেলার বাসিন্দা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, বুধবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার তুলাতলি থেকে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে জেলার দৌলতখান উপজেলায় মেঘনা নদী থেকে ২৮ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় চারটি ট্রলার ও পাঁচ হাজার মিটার জাল। দুপুরের দিকে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মৎস্য আইনের ৫ ধারায় দৌলতখান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন ১৭ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১১ জনকে দুই হাজার টাকা করে জরিমানা করেন।