রাষ্ট্রদ্রোহ মামলায় ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন

01মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলায় ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্থায়ী জামিন লাভ করেছেন। বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে মাহমুদুর রহমান আদালতে হাজিরা দিলে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনিছুর রহমান তাকে ১০ হাজার টাকার বেল বন্ডে স্থায়ী জামিন মঞ্জুর করেন ।

মাহমুদুর রহমানের মামলায় আইনজীবী অ্যাড. মজিবর রহমান নান্টু বলেন, ‘গত বছরের ১৭ ডিসেম্বর বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাড. কাইয়ূম খান কায়সার বাদী হয়ে মানহানিকর বক্তব্য ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।’

মামলার বাদী অ্যাড. কাইয়ূম খান কায়সার বলেন, ‘২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত “গণতন্ত্র পুনরুদ্ধার: গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় মাহমুদুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকে “একটি কলঙ্কিত নাম” বলে উল্লেখ এবং বিকৃতভাবে উচ্চারণ করেন।’

তাছাড়া মাহমুদুর রহমান জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইনকে বিকৃতভাবে উপস্থাপন করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।

১৪ ডিসেম্বর ২০১৭ ইউটিউবে এসব দেখতে পেয়ে বাদী ১৭ ডিসেম্বর ফৌজদারি আইনের ৪৯৯/৫০০/ও ৫০১ ধারায় মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এ মামলাটি দায়ের করেন বলে উল্লেখ করেন।

এ মামলায় মাহমুদুর রহমান ২০১৮ সালের ১ জানুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণের শর্তে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বৃহস্পতিবার বরিশাল আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান লিংকনের কক্ষে পৌঁছালে তাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ ফুলেল শুভেচ্ছা জানান সদস্যরা।

এদিকে মামলায় হাজিরা দেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল পৌঁছে মাহমুদুর রহমান বলেন, ‘যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার নির্দেশ না আসবে, দেশের কোনও আদালতই খালেদা জিয়াকে মুক্তি দেবে না। এই বিচার বিভাগই অন্যায়ভাবে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে।’

তাই এ বিচার বিভাগের প্রতি দেশের মানুষের কোনও আস্থা নেই বলে মাহমুদুর রহমান দাবি করেন।

মাহমুদুর রহমান আরও বলেন, ‘দেশের গণতন্ত্রের উদ্ধারের, মানুষের ভোটের অধিকারের কথা বলার কারণে আমার বিরুদ্ধে সারাদেশে ১১৮টি মামলা দিয়ে নির্যাতন, কারাবন্দি করে হয়রানি করে হচ্ছে। তারপরও আমি মানুষের মৌলিক ভোটের অধিকারের কথা বলে যাবো।’

এ সময় বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, মনিরুল আহসান তালুকদার মনির, সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, মহানগর যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।