প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

মৃত শাহ জামাল পাটোয়ারী ভোলায় একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় শাহ জামাল পাটোয়ারী (৫৩)নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর রোডের শাহাবাজপুর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর রোগীর স্বজন উত্তেজিত হয়ে হাসপাতালের পরিচালকসহ স্টাফদের কয়েক ঘণ্টায় অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

রোগীর স্বজনরা জানান, ভোলা পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক ইন্সপেক্টর শাহ জামাল পাটোয়ারী বৃহস্পতিবার দুপুরের দিকে ঘাড়ে  ব্যাথা নিয়ে ওই হাসপাতালে হন। সন্ধ্যায় ডা. সামি আহমেদ তাকে দেখে অস্ত্রোপাচার করতে বলে। অপারেশন করানোর কিছুক্ষণ পরে রোগীকে বেডে নেওয়ার পরে তার মৃত্যু হয়। তার পরিবারের লোকজনের দাবি,  ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালের পরিচালক আজাদসহ স্টাফদের অবরুদ্ধ করে রাখে।

হাসপাতালের পরিচালক মো.আজাদ হোসেনের  অভিযোগ অস্বীকার করে বলেন, রোগী স্টোক করেছেন। তাকে কোনও অপারেশন করা হয়নি।

ভোলা মডেল থানার ওসি সগির মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা হয়নি। খবর শুনে থানা থেকে ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।