বরগুনায় ৫ লাখ চিংড়ি রেণু জব্দ

বরগুনায় ৫ লাখ চিংড়ি রেণু জব্দবরগুনার পাথরঘাটা স্টেডিয়াম মাঠ এলাকা থেকে ড্রামভর্তি ৫ লাখ চিংড়ি রেণু জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড। সোমবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে পৌরশহরের স্টেডিয়াম মাঠ থেকে এগুলো জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির মাছের রেণুগুলো পাথরঘাটা খালে অবমুক্ত করে দেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহাবুবুল আলম শাকিল বলেন, ‘এক দল ব্যবসায়ী সাগর থেকে আহরিত রেণুগুলো খুলনা ও বাগেরহাট এলাকায় পাচারের জন্য পাথরঘাটা নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমার এগুলো জব্দ করি। তবে সে সময় অসাধু ব্যবসায়ীদের কাউকে সেখানে পাওয়া যায়নি।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সোমবার সন্ধ্যার পর বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা স্টেডিয়াম মাঠ থেকে ৫ লাখ চিংড়ি মাছের পোনা জব্দ করে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন। পরে রাতে ৯টার দিকে পোনাগুলো পাথরঘাটা খালে আবমুক্ত করা হয়।

এর আগে ১৫ এপ্রিল দিনগত রাত পৌনে ১টার দিকে ১ লাখ ২০ হাজার চিংড়ি পোনা জব্দ করে কোস্টগার্ড। পরে এগুলো নদীতে অবমুক্ত করা হয়।