শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ১২ সদস্য আটক

আটক প্রশ্নফাঁস চক্রের সদস্যবরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা হুমায়ুন কবীরসহ ১২ জনকে গ্রেফতার করেছে বরগুনা জেলা পুলিশ। শুক্রবার (২০ এপ্রিল) বেলা ২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বিজয় বসাক একথা জানান।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত তিন দিন ধরে বরগুনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ দুই লাখ ৫৮ হাজার টাকা, পরীক্ষার হলে উত্তর সরাবরাহের জন্যে আধুনিক প্রযুক্তির ৭টি ডিভাইস ও  ৫টি ক্ষুদ্র হিয়ারিং ডিভাইস, ২৩টি মোবাইল এবং ৬টি প্রবেশপত্র উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় কলেজ ব্রাঞ্চরোডে কথিত সাংবাদিক মাহবুবের বাসায় অভিযান চালিয়ে ডিভাইস উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বরগুনার বিভিন্ন স্থান থেকে বাকিদের আটক করা হয়। এ চক্রের অন্যান্যদের গ্রেফতার করতে অভিযান চলছে।

আটক প্রশ্নফাঁস চক্রের সদস্যজেলা পুলিশ সূত্রে আরও জানা গেছে, এ চক্রের মূলহোতা হুমায়ূন কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউট (আইইআর) থেকে পাশ করে প্রথমে অগ্রণী ব্যাংকে ও পরে সাধারণ বীমা করপোরেশনে চাকরি করতো। তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে।