বরগুনায় ২ কোটি টাকা মূল্যের চিংড়ির রেণু পোনা জব্দ

জব্দ করা রেণু অবমুক্ত করা হচ্ছেবরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৮৫ লাখ বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। রবিবার (২২ এপ্রিল) রাত ৯টা থেকে সোমবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত র‌্যাব-৮, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এই রেণু জব্দ করা হয়।  

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা রেণু সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়  চরদুয়ানী খালে অবমুক্ত করা হয়েছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল ও র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ডিএডি দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যৌথ অভিযানে চরদুয়ানী বাজার থেকে ৩৬টি আড়তে তল্লাশি চালানো হয়। এসময় ৯৭টি পাতিল ভর্তি প্রায় ৮৫ লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়। অভিযানকালে পোনা ব্যবসায়ীরা যৌথ বাহিনীর অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।

ইউএনও জানান, ৮৫ লাখ চিংড়ির রেণু পোনা চরদুয়ানী খালে অবমুক্ত করার পর  ৯৭টি খালি পাতিল ২৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।