ঢাকা ট্রিবিউনের কর্মকর্তা নাজিম উদ্দিনের জানাজায় হাজারও মানুষের ঢল

নিহত নাজিম উদ্দিনের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত জানাজায় হাজারও মানুষের ঢলরাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে বাসের ধাক্কায় নিহত ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা ও ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে জানাজায় হাজারও মানুষের ঢল নামে।

নাজিম উদ্দিন ঢাকা ট্রিবিউন সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।  বৃহস্পতিবার (১৭ মে) সকাল পৌনে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। 

শুক্রবার (১৮ মে) সকালে নাজিম উদ্দিনের লাশ তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার পৌরসভার ১১ নং ওয়ার্ডে নিয়ে আসা হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে শুক্রবার বেলা ১১টার দিকে তার বাড়ি সংলগ্ন দক্ষিণ বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

তার মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর ৩ দিন আগে তার এক কন্যা সন্তান জন্ম নেয়। এছাড়া  তার ৯ বছর বয়সী আরেক  কন্যা সন্তান রয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন নিহত নাজিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন- সড়ক দুর্ঘটনায় ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার মৃত্যু