বরিশালে তিন দোকানকে জরিমানা

বরিশালবরিশাল নগরের চৌমাথা এলাকার লেক ভিউ রেস্টুরেন্টসহ তিন দোকানকে জরিমানা করা হয়েছে। ভেজালবিরোধী অভিযানে সোমবার (৪ জুন) দুপুরে তাদেরকে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র এই তথ্য নিশ্চিত করেন।

অভিযানে নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার মেসার্স নিউ শাপলা কনফেকশনারীর মালিক আবদুল জব্বারকে ৫ হাজার টাকা, মোসার্স নসিব কনফেকশনরারীর মালিক সোহাগকে ৫ হাজার টাকা এবং চৌমাথা এলাকার লেক ভিউ রেস্টুরেন্টের মালিক তৌহিদ আল ইমরানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুমি রাণী মিত্র জানান, পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকায় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৪৩ ধারা মোতাবেক তাদেরকে জরিমানা করা হয়।

অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও মো. শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।