বিসিসিতে বেড়েছে ভোটার ও কেন্দ্র

বরিশাল সিটি করপোরেশনবরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনকে কেন্দ্র করে খসড়া ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও কক্ষের তালিকা প্রকাশ করেছে নির্বাচন অফিস। সোমবার নথুল্লাবাদ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান নগরীর ৪ থানার ওসিদের উপস্থিতিতে এ তালিকা প্রকাশ করেন।

ভোটার তালিকা প্রকাশের সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সবার সহযোগিতা কামনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান।

খসড়া ভোটার ও ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর নগরীর ৩০ ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নগরীর ৩০ নং ওয়ার্ডে এবার ২২টি ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে। এ বিষয়ে ভোটারদের সুবিধা-অসুবিধা নিয়ে প্রার্থীদের নানা বক্তব্য শোনেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা হেলালউদ্দিন খান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদী।

এতে জানানো হয়, বরিশাল নগরীর ৩০টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ২০১৮ সালের ৩১ জানুয়ারির সব শেষ হালনাগাদকৃত ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬২৭ জন। খসড়া তালিকায় নগরীর মধ্যে ১২৭টি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়েছে। ভোট কক্ষের সংখ্যা ৭৫৮টি।

২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ভোট হয়েছিল ১০০টি কেন্দ্রে। ওই সময় নগরীতে ভোটার ছিল ২ লাখ ১১ হাজার ২২৭ জন। এবার নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৩০ হাজার ৭৩২ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানান, নতুন প্রস্তাবিত ২২টি ভোটকেন্দ্রের বিষয়ে কারও কোনও আপত্তি, দাবি কিংবা সুপারিশ থাকলে আগামী ১০ জুনের মধ্যে জেলা নির্বাচন অফিসে লিখিতভাবে জানাতে পারবে। পরদিন ১১ জুন এ বিষয়ে প্রকাশ্যে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে চূড়ান্ত  প্রস্তাব ২০ জুন নির্বাচন কমিশনে পাঠানো হবে।

আগামী ৩০ জুলাই ভোটগ্রহণের ২৫ দিন আগে নির্বাচন কমিশন এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন।