পটুয়াখালীতে তিন লাখ বাগদা রেণু জব্দ

তিন লাখ বাগদা রেণু উদ্ধারপটুয়াখালীতে অভিযান চালিয়ে ট্রাক বোঝাই তিন লাখ বাগদা চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এই রেণু পোনা পাচারকালে ট্রাকচালকসহ দুই ব্যক্তিকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। আজ মঙ্গলবার (৫ জুন) সকালে আটককৃতদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন ট্রাকচালক মো. রফিকুল ইসলাম (২৫) ও সহযোগী মো. আল আমিন ফকির (২৯)।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ‘আটকৃতদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাবেকুন নাহার।’ মহিপুর থেকে ট্রাকটি বাগদা রেণা নিয়ে পাচারের উদ্দেশে খুলনা যাচ্ছিলো বলেও জানান তিনি। পরে জব্দকৃত বাগদা চিংড়ি রেণুগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়।

পটুয়াখালী কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে লেবুখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিনি ট্রাকে পাচারের উদ্দেশ্যে তিন লাখ বাগদা রেণু পোনাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।’

আরও পড়ুন- বরিশালে রেণু পোনাসহ আটক, ১৪ জনকে জরিমানা