ভোলায় লরির ধাক্কায় নিহত ২

01ভোলার চরফ্যাসনে তেলের লরির ধাক্কায় শিশুসহ ২ অটোরিকশাযাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয় আট যাত্রী। বৃহস্পতিবার (২১ জুন) চরফ্যাসন ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‌নিহতরা হ‌লেন, একই উপ‌জেলার ওসমানগঞ্জ উইনিয়‌নের আবদুল র‌হি‌মের ছে‌লে মুনসুর আলী (৪৫) ও আলীগঞ্জ ইউ‌নিয়‌নের মো. মামু‌নের ছে‌লে সিয়াম (১২)।

এছাড়া আহতরা হলেন- শারমিন বেগম (২৬), মাসুদ (৩০), সেলিম (৪৫), সালমা (২৫) নুরজাহান (৩৫), ইরানি (৭), শাকিল (২০), শিশু বায়জিদ (২)।

শারমিন (২৬) ও শিশু বায়জিদ ছাড়া সবাইকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল, ভোলা ও ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হিলারী ইয়াসমিন।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সকালে একটি অটোরিকশা লালমোহন থেকে চরফ্যাসনের দিকে আসছিল। প‌থে চরফ্যাসনের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তে‌লের লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লা‌গে। এতে ঘটনাস্থ‌লে মনসুর আলী না‌মে এক যাত্রী নিহত হওয়ার পাশাপা‌শি ৯ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ‌সেখা‌নে সিয়াম না‌মে এক শিশু‌কে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রে।

এদিকে চরফ্যাসন সড়ক দুর্ঘটনা সংবাদ শুনে স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তার ব্যক্তিগত তহবিল থেকে নিহত ও আহত প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করেন এবং পৌরসভার মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথকে হাসপাতালে পাঠিয়ে সকল রোগির খোঁজখবর নেন। অন্যদিকে চরফ্যাসন উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার ও আহতের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করেন।