আশঙ্কা সত্ত্বেও বরিশাল সিটি নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

প্রচারে ব্যস্ত বিএনপির মেয়র পদপ্রার্থীবরিশালে আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় সিটি নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণা নিয়ে।

সোমবার (১৬ জুলাই) গণসংযোগকালে বিএনপির মেয়র পদপ্রাথী মজিবর রহমান সরওয়ারের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন,  ‘খুলনা-গাজীপুরের সিটি নির্বাচনে যা হয়েছে তা নিয়ে বরিশালের সিটির ভোটারদের মাঝে এখনও আতঙ্ক কাটেনি। সরকার যদি বরিশাল সিটি নির্বাচন নিয়েও তেমন কিছু করার চেষ্টা চালালে এর জবাব জনগণই দেবে। অন্যায় অবৈধ কাজ করে কোনও সরকারই কখনও চিরস্থায়ী হয় না। সেকথা বর্তমান সরকারও যেন ভাবেন।

এসময় তাদের সঙ্গে আরও ছিলেন বিএনপির জেলা ও মহানগর নেতারা। তারা নগরীর কাশীপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

প্রচারে ব্যস্ত আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীআওয়ামী লীগ মেয়র পদপ্রাথী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সোমবার নগরীর ৬,৭,৮, ২৩,২৪,২৫ ওয়ার্ডেও বিভিন্ন এলাকায় এবং নগরীর নিম্মবিত্ত ও বস্তি এলাকায় গণসংযোগ চালিয়েছেন।

জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস সরকারি দফতরে গণসংযোগ করেছেন। সকাল ১০টায় বরিশালের প্রধান ডাকঘর থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এরপর তিনি জেলা প্রশাসক দফতর, বরিশাল আইনজীবী সমিতি, ফজলুল হক অ্যাভিনিউ সড়ক, বগুড়া রোডের সোনালী ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক ও নগরীর বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন।

এসময় ইকবাল বলেন, ‘নগরবাসী আমাকে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করলে নগর ভবন নয় এটা হবে সেবক ভবন।’

ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব বলেন, ‘ইমামরা হলেন সংশ্লিষ্ট এলাকার নেতা। তাই আমি মনে করি ইমামরা ঐক্যবদ্ধ হলে সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব হবে।’