‘বরিশালে ধানের শীষের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে’

প্রচারণায় মির্জা আব্বাসবরিশালে নির্বাচন কমিশন ধানের শীষের প্রার্থীর সমর্থকদের সঙ্গে  বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নৌকা প্রতীক নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছে তাতে কোনও বাধা নেই, কিন্তু আমাদের ধানের শীষের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।’

মঙ্গলবার (১৭ জুলাই) বিকালে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে সঙ্গে নিয়ে গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়কারী মির্জা আব্বাস আরও বলেন, ‘তারা খুলনা ও গাজীপুরে যে ইতিহাস সৃষ্টি করেছে, এখানেও তাই করার চেষ্টা করবে। তারা এখনও শহরে গাড়িতে করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমাদের গাড়িতে লাগানো পোস্টার খুলে নিচ্ছে।’

মির্জা আব্বাস মঙ্গলবার বিকালে নগরীর জামে কসাই মসজিদে আছর নামাজ আদায় করে গণসংযোগে নামেন। এরপর নগরীর দক্ষিণ চক বাজার, সিটি করপোরেশন মোড়, ফজলুল হক অ্যাভিনিউ সড়ক, কাকলীমোড়, সার্কিট হাউজ মোড়, জিলা স্কুল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবুল হোসেন খান, বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।