বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৭ জেলে নিখোঁজ

ট্রলার ডুবি (ফাইল ছবি)বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে ১৭ জেলেসহ এফবি তরিকুল নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। শনিবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে সুন্দরবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঝড়ে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের মো. ছগিরের এফবি তরিকুল নামের ট্রলারটি ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ওই ট্রলারে থাকা ১৭ জেলেও নিখোঁজ হয়েছে। সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে। এছাড়াও নিখোঁজ জেলেদের উদ্ধারে আমাদের বিভিন্ন জেলে ট্রলার চেষ্টা করছে।

এ বিষয়ে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফট্যান্ট জহুরুল বলেন, ‘বঙ্গোপসাগরের ওই এলাকাটি মোংলা জোনের অধীনে। আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি।’