বরিশালে বিপুল ভোটে জয়ী সাদিক আব্দুল্লাহ

সাদিক আব্দুল্লাহ (ছবি: সংগৃহীত)বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ১০৭টি কেন্দ্রের বেসরকারিভাবে পাওয়া ফলে বিপুল ভোটে জয়লাভ করে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ সাত হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। সোমবার (৩০ জুলাই) রাতে রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান এই ফল ঘোষণা করেন।
এ নির্বাচনে অন্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৬৯৬ ভোট,
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়দুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৬ হাজার ৪২৩ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রীক দলের ( বাসদ) প্রার্থী মনীষা চক্রবর্তী (মই) পেয়েছেন ১ হাজার ৯১৭ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ (কাস্তে) পেয়েছেন ২৪৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু (হরিণ) ৮১ ভোট পেয়েছেন।
এছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৫টি কেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বাতিল কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ২৮৭ জন। ভোট কাস্ট হয়েছে ৫৫ শতাংশ।