বরিশাল সিটির মানুষ ভোট দেয়নি, ভোট দিয়েছে বহিরাগতরা: জাপা মেয়র প্রার্থী





জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. ইকবাল হোসেনবরিশালের সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. ইকবাল হোসেন বলেছেন, ‘বরিশাল সিটির মানুষ ভোট দেয়নি, ভোট দিয়েছে বহিরাগতরা। এটা স্মরণকালের সেরা জালিয়াতির নির্বাচন। তাই এটাকে কোনও নির্বাচন বলা যাবে না।’



নির্বাচন পরবর্তি প্রতিক্রিয়া ও কম ভোট পাওয়ার কারণ জানতে চাইলে বুধবার (১ আগস্ট) সকালে বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে একথা বলেন।
তিনি বলেন, ‘ভোটের আগে রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন খুলনা ও গাজিপুরের মতো নির্বাচন বরিশালে হবে না। এখানে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন উপহার দিব। ঠিক তাই দিয়েছেন। এমন ব্যাতিক্রমধর্মী নির্বাচন তিনি উপহার দিয়েছেন, যা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব দেখেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বহিরাগতরা কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় ভোট দিয়েছে। এমন কি ইভিএম এর কেন্দ্র গুলোতেও ক্ষমতাশীলরা প্রভাব বিস্তার করে নৌকায় ভোট দিতে বাধ্য করেছে ভোটারদের।’
সোমবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ছয় জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মেয়র পদে ভোট দিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩শ’ জন ভোটার। নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের বেসরকারিভাবে পাওয়া ফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ সাত হাজার ৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. ইকবাল হোসেন পেয়েছেন মাত্র ৬৯৬ ভোট। স্থগিত করা হয়েছে ১৬টি কেন্দ্রের ভোটের ফলাফল।