পিরোজপুরে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আদালতপিরোজপুরে ইয়াবা বিক্রির দায়ে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ সেপ্টেম্বর) পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ দণ্ড দেন। আদলতের পবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো– পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মোশারেফ মোল্লার ছেলে সোহানুর রহমান (২৭), পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী গ্রামের ইনসান আলী খলিফার ছেলে আকাশ খলিফা (২০) ও বাগেরহাটের মোংলা উপজেলার মাকড়তোন গ্রামের সোহরাব মোল্লার ছেলে ফারুক মোল্লা (২৭)।

আদালত সোহানুর রহমানকে সাত বছর ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া, আকাশ খলিফা ও ফারুক মোল্লাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।

আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল পিরোজপুর শহরের উত্তর শিকারপুর এলাকায় সোহানুর রহমানের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে সোহানুর রহমানের কাছ থেকে ১০০ পিস, আকাশ খলিফার কাছ থেকে ৬৫ পিস ও ফারুক মোল্লার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের এ দণ্ড দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আলী সিকদার।