ঝালকাঠিতে মা ইলিশ শিকারের ঘটনায় চার নৌকা ভাঙলো প্রশাসন




ঝালকাঠিতে নিষেধাজ্ঞা উপক্ষো করে চলছে মা ইলিশ শিকার
নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ শিকারের ঘটনায় জেলেদের জব্দ হওয়া চারটি নৌকা ভেঙে দিয়েছে প্রশাসন। এ সময় এক হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

শনিবার (১৩ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার আলী মিয়ার নেতৃত্বে ও মৎস্য বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইলিশ শিকারে ব্যবহৃত কারেন্ট জাল উদ্ধার করে ঝালকাঠির রকেটঘাটে পুড়িয়ে ফেলা হয়। জব্দ মা ইলিশগুলো লঞ্জঘাটের একটি এতিম খানায় দিয়ে দেওয়া হয়। এ সময় ভেঙে ফেলা হয় চারটি মাছ ধরার নৌকা।

জেলেদের থেকে জব্দ হওয়া মা ইলিশ এতিমদের মধ্যে বিতরণ করা হয়উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার আলী মিয়া জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরছিলো। খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এমন অভিযান চালানো হবে বলে জানান তিনি।