‘২২ দিন ইলিশ কিনবো না, খাবো না’

নৌপুলিশের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযানের র‌্যালি৭ থেকে ২৮ অক্টোবর এই ২২ দিন ইলিশ না ধরার আহ্বান জানিয়েছেন নৌ-পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান। তিনি বলেন, ‘দেশের নাগরিক হিসেবে আমরা এই ২২ দিন ইলিশ কিনবো না, ইলিশ খাবো না। তাহলে অসাধুরা যতই মাছ ধরুক, বিক্রি করতে পারবে না। আর বিক্রি করতে না পারলে গোপনে ইলিশ শিকারও করবে না।’ সোমবার (১৫ অক্টোবর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮’-বিষয়ক এক মতবিনিময় সভায়  সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ মুহম্মদ মারুফ হাসান বলেন, ‘মাছে-ভাতে বাঙালির নামকরণের স্বার্থকতা ফিরিয়ে আনতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মা ইলিশ সংরক্ষণ অভিযানের মধ্যদিয়ে এরই মধ্যে গোটা দেশ সুফল পেতে শুরু করেছে। সাগরসহ নদ-নদীতে বাড়ছে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছের পরিমাণ।’ তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার সময় জেলেদের নানান ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। যে সুযোগ-সুবিধার পরিমাণ দিন দিন বাড়ানো হচ্ছে। তারপরেও জেলেদের কিছু অভিযোগ রয়েছে যা সমাধানেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারের পাশাপাশি সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।’

একই অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে যারা সহায়তা করবে না, তারা যত ক্ষমতাবানই হোক, হ্যান্ডকাপ পরাতে  দ্বিধাবোধ করবো না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, র‌্যাব-৮-এর বরিশালের অধিনায়ক  (অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলাম, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. সাজদার রহমান, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস প্রমুখ।