বরিশালে মৃৎশিল্পী সম্মেলন শুরু



মৃৎশিল্প (ছবি: সংগৃহীত)বরিশাল নগরীতে মৃৎশিল্প মেলা ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্যদিয়ে দুই দিনব্যাপী দশম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা প্রধান অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু।

মেলায় বরিশাল, রাজশাহী, পিরোজপুরের বাউফল, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার মৃৎশিল্পীদের মৃৎসামগ্রী প্রদর্শন করা হয়। এছাড়াও মৃৎশিল্পবিষয়ক আলোকচিত্র ‘পাললিক’ ও মৃৎশিল্পীদের কর্মজীবন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বিকালে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

চারুকলার বরিশাল শাখার সাবেক সভাপতি দীপংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– সামিটের বরিশাল শাখার এজিএম আলী আহসান, চিত্রশিল্পী ও গবেষক ড. কাজী মোজাম্মেল হোসেন, সনাকের বরিশাল শাখার সহসভাপতি শাহ সাজেদা, মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক সুশান্ত ঘোষ প্রমুখ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন– বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, শিল্পী রফিকুন নবী, শিল্পী আবুল বারক আলভী প্রমুখ। এই অনুষ্ঠানে মৃৎশিল্পীদের সম্মাননা প্রদান করা হবে।